ঝিনাইদহের ছেলে কামরুলের ব্রোঞ্জ জয়
ঝিনাইদহের চোখ-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বিজয় দিবস রোলার ইস্কেটিং প্রতিযোগিতা-২০২০’-এর স্পিড ইস্কেটিংয়ে (ছেলে) ৩০০ মিটার দৌড়ে এককভাবে ব্রোঞ্জ জিতেছেন কামরুল হাসান আখন্দ।
শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শেখ রাসেল রোলার ইস্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে তিনি এ পদক জেতেন। কামরুল রাজধানীর তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী।
এর আগে ১৭ ডিসেম্বর প্রতিযোগিতাটি শুরু হয়, গতকাল ১৯ ডিসেম্বর ছিল ফাইনাল পর্ব। যেখানে ছেলেদের প্রতিযোগিতায় এককভাবে তৃতীয় স্থান লাভ করেন কামরুল।
ব্রোঞ্জ জয়ের অনুভূতি জানতে চাইলে কামরুল বলেন, ‘এত বড় ইভেন্টে অংশগ্রহণ করে তৃতীয় হওয়া সত্যি আনন্দের। চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার ও সফলও হয়েছি। ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের জন্য পদক আনতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’
ছেলেবেলা থেকেই খেলাধুলার প্রতি কামরুলের বেশ ঝোঁক। গ্রামের বাসা ঝিনাইদহ থেকে ঢাকায় স্থায়ী হওয়ার পর আটঘাট বেঁধে নামেন ক্রীড়াঙ্গনে।