একটি প্রশ্নের জবাব খু্ঁজি আমি—মোঃ ইলিয়াস হোসেন
ঝিনাইদহের চোখ-
এ মনে দানা বেঁধে আছে
কত – শত হাজার কথা,
জ্বলছি পুড়ে নিঃশব্দে কেবল
কল্পনার জাল বোনা।
ঘুরছি কেবলই এ পাশ ও পাশ,
দ্বারে দ্বারে হাজার ঘরে।
কেবলই সুর, নেই নেই বলে
অপলক আঁখি ফিরে।
তোষামোদের ভূবনে
মো – সাহেবেরই হয়,
নিরন্তর জয় জয়কার,
মানবতা সেখানে লংঘিত শুধু
ত্যাগীরা নির্বিকার ।
বিধির বাণী সবার মুখে
কেবলই খুনসুটি,
সুযোগ পেলেই জাল পাতা আছে
অবাধ লুটোপুটি।
হায়রে বাণী, হায়রে নীতি
কেবলই বাঁজায় ঢোল,
সূযোগ পেলেই হারিয়ে দিশে
তালে গোল,গোলে হরিবোল।
উচিৎ বাক্য সবার মুখে
জানেনা সত্য সে কি,
তোষামোদ যেখানে বাহবা পায়,
ন্যাজ্য কিসের কী?
হায়রে ধরনী,হায়রে পিরীতি
হায়রে প্রেম -মানবতা!
ধিকৃত সে আজ পথে ঘাটে কেবল,
গৌরবে বুক বাঁধা।
দিনে দিন ফুরায়ে আসিল
কখন বুঝি হয় লীন,
প্রশ্ন শুধু একটা ই মনে
এ ভাবেই কী বহিবে দিন?
উচিত বিচার ন্যায্য কথা
কেবলই- কথার কথা!
এ গুলো শুধু মুখে মুখে কেবলই
কল্পনার জালে গাঁথা?