ধর্ম ও জীবন
ইমাম সালাম ফিরিয়ে ফেললে মাসবুক কি তাশাহ্হুদ পুরা করবে না সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে?
প্রশ্ন: মাসবুক যদি শেষ বৈঠকে ইমামের সঙ্গে শরিক হয় আর সে সময় ইমাম যদি সালাম ফিরিয়ে ফেলে তাহলে মাসবুক কি সঙ্গে সঙ্গে তার ছুটে যাওয়া নামাজ করার জন্য দাঁড়িয়ে যাবে না তাশাহ্হুদ শেষ শেষ করে দাঁড়াবে?
উত্তর: উল্লেখিত সুরতে মাসবুকের জন্য তাশাহ্হুদ শেষ করে উঠাই উত্তম। তবে যদি শেষ করার আগেই ইমামের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় তাহলেও নামাজ মাকরুহ হবে না।
দলিলসমূহ:
في رد المحتار، باب صفة الصلاة، بيان الركوع
ومقتضاه أنه يتم التشهد، ثم يقوم، ولم أره صريحا، ثم مرايته في الذخيرة ناقلا عن أبي الليث، المختار عندي أنه يتم التشهد وإن لم يفعل أجزأه.
উত্তর দিয়েছেন:
মুফতি মুহাম্মাদ শোয়াইব