কালীগঞ্জক্যাম্পাস

সেবা দেওয়াই যাদের কাজ/ কালীগঞ্জ শিক্ষার্থী উন্নয়ন ফোরামের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাবজাল হোসেন, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ কালীগঞ্জের কোলাবাজারের স্বেচ্ছাসেবী ও সেবামূলক সংগঠন উন্নয়ন ফোরামের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনটি রবিবার দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে। তারা সকাল ৮ টায় বাজারে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে দিনের কর্মসূচী ঘোষনা করেন।

পরে বিকেলে কোলা বাজারস্থ সংগঠনের কার্যালয়ের সামনে কেক কাটেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। পরে উন্নয়ন ফোরামের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, কোলা ইউনিয়নের চেয়ারম্যান আয়ূব হোসেন মোল্ল্যা, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান তিথি রানী ভদ্র, কোলা হাইস্কুলের প্রধান শিক্ষক তরুন কান্তি বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সম্পাদক সাবজাল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক মনোয়ার হোসেন বাদশা, আ’লীগ নেতা ডাঃ তারেক মাহমুদ, জালাল হোসেন, নোয়াব আলী, সমাজসেবক ডাঃ অশ্বিনী বিশ্বাস, শিক্ষক বাচ্চু মিয়া, উন্নয়ন ফোরামের সম্পাদক মিলন হোসেন প্রমূখ।

প্রধান অতিথি সাংসদ আনোয়ারুল আজিম আনার বলেন, বর্তমান সরকার মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তবে সরকারের পাশাপাশি বিভিন্ন সেবামূলক সংগঠনও কাজ করছে। তাদের মধ্যে অন্যতম কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন কোলাবাজারের উন্নয়ন ফোরাম অন্যতম। সংগঠনটি অরাজনৈতিক তবে এ সংগঠনটি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, রক্তদান,বৃক্ষরোপন, মাদক, বাল্যবিয়ে থেকে যুব সমাজকে রক্ষা করতে সচেতনতামূলক র‌্যালী সমাবেশ করে সাধারন মানুষকে সচেতন করে থাকে। বিগত করোনাকালীন সময়ে তাদের দেয়া সেবা সকলের কাছে প্রশংসা পেয়েছে। এছাড়াও তারা গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগীতা করে থাকে।

সেবামূলক সকল কর্মকান্ডের কারনে প্রায় ৪’শ সদস্যের এ সংগঠনটি পরিসর দিনদিন বেড়ে পার্শ্ববর্তী নিয়ামতপুর. জামাল, মালিয়াট ইউনয়ন পর্যন্ত প্রসার লাভ করেছে। আলোচনা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ শ্রেষ্ট রক্ত দাতা,রক্ত সংগ্রাহক, সাংগাঠনিক তৎপরতার জন্য ছাড়াও মোট ২০ জন সদস্যের হাতে ক্রেষ্ট তুলে দিয়ে তাদের কর্মকান্ডের প্রতি আরও উৎসাহিত করেন। পরে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button