পাঠকের কথা
পুষি কারে?—-গুলজার হোসেন গরিব
পুষি কারে?—-গুলজার হোসেন গরিব
অদেখার মাঝে কারে দেখি?
না বলে বলি অনেক বুলি
না ধরেও ধরি তাঁরে
আমি শুনে শুনে জ্ঞানে পুষি যারে।
আমি আমার কল্পনায় পুষি কারে?
যারে মানি না জেনে মানি
যা বুঝি তাও বুঝিনা সবি।
চল আছে যা পরিবারে,
সে চল মন ভাংতে কি পারে?
ঘরে অঘোরে কল্পনায় পুষি কারে?
চোখ মেলে কি দেখি চোখে?
বিবেক সে তো মানে না যে।
আলোর অন্ধকারে
পড়ে মরে কতো!দেখার অত্যাচারে।
সুপ্ত মনে গুপ্ত কল্পনায় পুষি কারে?
যে পথ ধরে চলছি পথে
মনের মানুষ পাবো বলে
ছুঁয়েছে কেউ কি তাঁরে?
যার আশাতে আমি পাগল পথপারে।
কেউ কেনো দেখেনি আজো তাঁরে?
কি খুঁজে পাই কি পেয়েছি
কি ধরে খাই যে কোথায়?
আছি বা কোন পাড়ে?
কেউ কি জানে,মন কি জানে তাঁরে?
পরের কথা শুনে মনে পুষি যারে।