জানা-অজানাঝিনাইদহ সদর
গান্নায় অবৈধভাবে পুকুর খননে ভূমি কর্মকর্তার হস্তক্ষেপ
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর গ্রামে কৃষি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন বন্ধ করলেন ইউনিয়ন ভুমি কর্মকর্তা।
জানা গেছে গান্না ইউনিয়নের পশ্চিম কৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের, চন্ডিপুর মৌজায় ৯০ শতাংশ ধানি জমিতে পুকুর খননের কাজ চলছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এই জমি লিজ নিয়ে পুকুর খনন করছেন । কৃষি জমিতে পুকুর খনন করছে এমন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা অচিনদ্র নাথ বুধবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অবৈধভাবে পুকুর খনন বন্ধ করে দেন।
এ ব্যাপারে তিনি বলেন পুকুর মালিকরা অনুমতি বিহীন অবৈধ ভাবে পুকুর খনন করছে,এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দিয়েছি।