জানা-অজানাঝিনাইদহ সদরটপ লিড
ঝিনাইদহে পৌঁছেচে ৬০ হাজার করোনার ভ্যাকসিন ডোজ
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে প্রথম ধাপে করোনার ভ্যাকসিন পৌঁঁছেচে।
আজ দুপুরে সিভিল সার্জনের কার্যালয় চত্বরে এ ভ্যাকসিন গ্রহণ করেন সিভিল সার্জন ডা: সেলিনা বেগম।
এসময় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও ঔষধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন সেলিনা বেগম জানান, প্রথম ধাপে আজ ৬০ হাজার ডোজ ভ্যাকসিন বুঝে নেওয়া হয়েছে। এটি ইপিআই ভবনের স্টোর রুমে রাখা হয়েছে। আগামী ৭ ফেব্রæয়ারি পর্যায়ক্রমে অগ্রাধিকারভুক্ত উদ্দিষ্ট ব্যাক্তিদের এই ভ্যাকসিন দেওয়া হবে।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে করোনাভাইরাসের ভ্যাকসিন বিতরণ সংক্রান্ত জেলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিন প্রদান শুরু হবে। প্রতি কার্টুনে ১২০০ ভায়াল ভ্যাকসিন থাকবে। যা ৬০ হাজার মানুষকে প্রদান করা যাবে।