ঝিনাইদহের নির্বাচিত চেয়ারম্যান আ.লীগে যোগদান
কালীগঞ্জে ৪ বার নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগে যোগদান করনে। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা ৭ নং রায়গ্রাম ইউনিয়নে ঘোষনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হাতে ফুলের তোড়া দিয়ে ৪ বারের চেয়ারম্যান সাজেদুর হক লিটন আওয়ামী লীগে যোগদান করেন।
ঐ সময় উপস্থতি ছিলেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ ইসমাইল হোসেন, পৌরসভার মেয়র ভারপ্রাপ্ত আশরাফুল আলম আশরাফ, সাবেক মেয়র ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান বিজু ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান সাজেদুর হক লিটন বক্তব্যে বলেন ৭১ সালের পর থেকে এ প্রর্যন্ত যে সংসদ সদস্য আসুকনা কেন এমপি আনোয়ারুল আজীম আনার ৫ বছরে ঝিনাইদহ-৪ সংসদীয় এলাকায় যে উন্নয়ন করেছে তার কোন তুলনা হয় না। তার চলা ফিরা দেখে আমি মুগ্ধ। সাধারন মানুষের পাশে তাকে সব সময় দেখতে পাওয়া যায়। তার কর্মকান্ড দেখে আমি আজ আওয়ামী লীগে যোগদান করলাম।