জমে উঠেছে কালীগঞ্জ পৌরসভার নির্বাচন
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচন জমে উঠেছে। প্রার্থীরা বিজয়ের জন্য কোমর বেঁধে মাঠে নেমেছেন। দিন-রাত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থণা করছেন প্রার্থীরা। সেই সাথে ভোটারদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।
এবারের পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আশরাফুল আলম আশরাফ, ধানের শীষ প্রতীকের মাহবুবার রহমান, স্বতন্ত্র নারকেল গাছ প্রতীকের এনামুল হক ইমান ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীকের নুরুল ইসলাম।
প্রার্থীরা লিফলেট, পোস্টারিং, মাইকিং ও সভার মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন। সবসময় সরগরম রাখছেন নির্বাচনী কার্যালয়।
এদিকে, বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লার মোড়ে, চায়ের দোকানগুলোতে চলছে নির্বাচনী আড্ডা, বিভিন্ন জল্পনা আর কল্পনা। কে হবেন কালীগঞ্জের পৌরপিতা সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোকানে চলছে তা নিয়ে আলোচনা।
আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ৩৮ হাজার চারশ’ ৮৪ জন ভোটার রয়েছেন। নির্বাচনে নয়টি ওয়ার্ডে ৫২ জন পুরুষ কাউন্সিলর এবং সংরক্ষিত তিন ওয়ার্ডে নয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।