ধর্ম ও জীবন
কায়লুলা করা সুন্নত, কুরআন-হাদিসে এর কোনো প্রমাণ আছে কী?
কায়লুলা করা সুন্নত, কুরআন-হাদিসে এর কোনো প্রমাণ আছে কী?
উত্তর : কায়লুলা বা দুপুরের খাবারের পর বিছানায় সামান্য আরাম করা সুন্নত। এর মাধ্যমে রাতের এবাদত করতে সুবিধা হয়। হাদিসে আছে, তোমরা কায়লুলা করো, কারণ শয়তান কায়লুলা করে না। আরেক হাদিসে আছে, কায়লুলার দ্বারা রাতের এবাদতে স্বস্তি পাওয়া যায়।
হযরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সা. এরশাদ করেছেন, দিনের রোজা রাখতে রাতে সেহরি খাও এবং রাতের এবাদতে মনোযোগী হতে দিনের বেলা কায়লুলা করো। (ইবনে মাজাহ : ১৬৯৩)