কালীগঞ্জে কৃষকের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
আরিফ মোল্ল্যা, কালীগঞ্জ, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকদের মধ্যে তিন হাজার প্যাকেট পাটের বীজ বিতরণ করা হয়েছে।
এসময় আম্ফানে ক্ষতিগ্রস্ত উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র মানুষের মধ্যে আরো ৫৫ বান্ডিল ঢেউটিনসহ প্রত্যেককে তিন হাজার টাকার চেক প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকালে পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ থেকে চাষীদের মধ্যে এ পাট বীজ বিতরণ করা হয়। একই সময় গেল বছর ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ৫৫ জন মানুষের মাঝে ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ের সহযোগিতায় ঢেউটিন ও চেক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার , বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু ,উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলি নোমানী ওমহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভীন ও সকল ইউনিয়নের চেয়ারম্যানগন এছাড়াও উপজেলা প্রসাশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।