ঝিনাইদহে নির্মানাধীন মসজিদ ভাংচুরকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন
মনিরুজ্জামান সুমন, শৈলকুপা, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে নির্মানাধীন মসজিদ ভাংচুরের প্রতিবাদে দোষিদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ দুপুরে শৈলকুপা উপজেলার বড়–রিয়া গ্রামে এ মানববন্ধনের আয়োজন করে গ্রামবাসী। বড়–রিয়া নির্মানাধীন মসজিদের সামনে শত শত মুসল্লি ও নানা শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বড়–রিয়া গ্রামের জামে মসজিদটি গড়াই নদীর ভাঙ্গনের কবলে পড়ে ভেঙ্গে যায়। পরে গ্রামবাসী এখানে মসজিদ নিমার্নের সিদ্ধান্ত নেয়। বড়–রিয়া গ্রামের খন্দকার রায়হান কবীর পলাশ ও রেহেনা খাতুনের দানকৃত জমিতে মসজিদ নির্মান কাজ শুরু হয়। গত ২২ শে এপ্রিল বৃহস্পতিবার ভোরে নির্মানাধীন মসজিদের দুইটি পিলার ভাংচুর করে।
এসময় বাধা দিতে গেলে হামলা করে ৮জন গ্রামবাসীকে মেরে আহত করে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই হামলায় জড়িতদের আইনের আওতায় এনে গ্রেফতার ও শাস্তির দাবি জানান।