দ্রব্য মূল্যবৃদ্ধি ও শ্রমিক কর্মচারীদের বেতন পরিশোধের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন
সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহের চোখ-
সারা দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম কমাও ও ঈদের আগেই শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের দাবিতে রোজ বৃহস্পতিবার (৬ মে) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের পায়রা চত্বরে বাম গণতান্ত্রিক জোট ঝিনাইদহ জেলা শাখা উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তাগন বলেন ,সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী চাল ডাল পিঁয়াজ ভোজ্য তেলের দাম বৃদ্ধি করা হয়েছে তা সরকারকে রোধ করতে হবে। তাছাড়া ঈদের আগে সকল শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা বোনাস পরিশোধ করার দাবি জানান।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোটের শরিক সংগঠন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কস বাদী) কেন্দ্রীয় সদস্য ও ঝিনাইদহ জেলার সভাপতি কমঃ মোফাজ্জেল হোসেন মঞ্জু ও কেন্দ্রীয় বিকল্প সদস্য জেলার সাধারন সম্পাদক কমঃ সাহিদুল এনাম পল্লব, বাংলাদেশর কমিউনিস্ট পার্টির ঝিনাইদহ জেলার সাধারন সম্পাদক কমঃ স্বপন কুমার বাকচী, ঝিনাইদহ জেলা বাসদের সন্ময়ক অ্যাডভোকেট কমঃ আসাদুল ইসলাম আসাদ, যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলা সংসদ এর সভাপতি আবু তোয়াব অপু, সামজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি শারমিন সুলতানা প্রমুখ । মানব বন্ধন পরিচালনা করেন ঝিনাইদহ জেলা বাসদের নেতা কমঃ আসাদুর রহমান।