শত সুবিধাবঞ্চিতের পাশে ঝিনাইদহ কসাস
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কথন সাংস্কৃতিক সংসদ কসাসের আয়োজনে ঝিনাইদহ পৌর ইকোপার্কে ১০০ জন সুবিধাবঞ্চিত, স্বামীপরিত্যক্তা, বিধবা,রিক্সাচালক ও পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র ও ঈদ বাজার সেমায়,চিনি,তেল,সাবান, আটা,ডাল, আলু ইত্যাদি প্রদান করা হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন কসাসের প্রধান পৃষ্ঠোপোষক ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড বিএম রেজাউল করিম, উপাধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, কসাসের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান, উপদেষ্টা সদস্য হাবিবুর রহমান, আহসানুল কবির, কসাসের শুভাকাঙ্ক্ষী কামাল হোসেন বাবু, কবি এমদাদ শুভ্র, সাহিত্যিক সুমন শিকদার, শুভ কুমার বিশ্বাস কসাসের সাবেক সহ সভাপতি সফিকুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাস, অর্থ সম্পাদক সনাতন কর্মকার, উপহার বিতরণ বাস্তবায়ন কমিটির আহবায়ক রাসেল আহমেদ শুভ, সদস্য সচিব সুদীপ বিশ্বাস, কসাসের সভাপতি অন্তর মাহমুদ সহ অন্যান্য কর্মীবৃন্দ।