কালীগঞ্জক্যাম্পাস

আমি তোমার পাশে আছি, শেফাকে বললেন ঝিনাইদহ মেয়র মিন্টু

ঝিনাইদহের চোখ-
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েও আর্থিক অস্বচ্ছলতার কারণে ভর্তি অনিশ্চিত ছিল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের টেইলার্স শ্রমিক মোহাম্মদ আব্দুল মোমিনের কন্যা শামসুন্নাহার শেফার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানতে পেরে শেফার মেডিকেল কলেজে ভর্তির সার্বিক দায়িত্ব নিলেন ঝিনাইদহ পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

ভর্তি পরবর্তী সময়েও সকল সহযোগিতা অব্যাহত থাকবে, জানান পৌরপিতা।

জানা যায়, শামসুন্নাহার শেফা। দারিদ্র্যতার কাছে হার মেনেছে তার চিকিৎসক হওয়ার স্বপ্ন। শেফার মেডিকেলে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তার বাবা ও মা।

শামসুন্নাহার শেফা বলেন, এবার পরীক্ষায় শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছি। একজন দক্ষ চিকিৎসক হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াব। গরিব ও দুস্থ রোগীদের ফ্রি চিকিৎসাসেবা দেব। চেষ্টা করব অসহায় মানুষের পাশে থাকার। বাবা ও মা অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন। তাদের কষ্টের মূল্য দিতে চাই।

তিনি আরো জানান, মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় তার স্থান ১৮৮২তম। ২০১৮ সালে সলিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২০ সালে সরকারি মাহতাব উদ্দিন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করায় অনেক প্রাইভেট পড়তে হয়েছে। স্যাররা আমাকে অনেক সহযোগিতা করেছেন।

শেফাকে সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করতে পারেন ০১৭৩৪-৬৩৯৯০৬ (শেফার বাবার) এই নম্বরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button