ঝিনাইদহ সদর
ঝিনাইদহের মাছ চাষী আবুলের টিকে থাকতে দরকার পৃষ্ঠপোসকতা
ঝিনাইদহের চোখ-
মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছিলেন ঝিনাইদহ সদর উপজেলার গিলাবাড়িয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আবুল বাশার খান।
জানাযায়, ৫একর জমিতে তিনি চাষ করেন । সেখানে রুই, কাতল, মৃগেল ও পোনা মাছ। তিনি বিগত ৪ বছর যাবৎ মাছ চাষ করছেন বলে জানা যায়। মাছ চাষ করে তিনি এবছরের চলতি মাস পর্যন্ত ২লক্ষ টাকার মাছ বিক্রি করেছেন বলে জানান। আরো ৫লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। কিন্তু তিনি বর্তমানে মাছের খাবার কিনতে হিমশিম খেয়ে যাচ্ছে। প্রতিদিন প্রায় ২হাজার থেকে ২৫শ টাকার খাবার লাগে তার মাছের জন্য। সে টাকা তিনি যোগাড় করতে রিতিমতো হিমশিম খাচ্ছে।
তার দাবী, এ মুহুর্তে সরকারী বা বেসরকারী পৃষ্ঠপোসকতা না পেলে তার বিরাট ক্ষতি হয়ে যাবে।