ঝিনাইদহের রামচন্দ্রপুর গ্রামে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু
জাহিদুল হক বাবু, হলিধানী, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে সাপের কামড়ে ফয়সাল মিয়া (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ১৬ জুলাই শুক্রবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় এই ঘটনা ঘটে।
জানা যায়,রাতে ফয়সালকে ঘুমন্ত অবস্থায় সাপে কাটে,শরীরে সাপের বিষের যন্ত্রণা শুরু হলে তার ঘুম ভেঙে যায় এর পর সে তার মাকে জানায় তার শরীরের ভিতর কেমন জানি লাগছে । ফয়সালের রুমে কিছু সময় থাকার পর তাকে স্বাভাবিক মনে হলে তার মা উনার ঘরে ফিরে যায়। তখনও কেউ বুঝতে পারেনি তাকে সাপে কেটেছে।সকালে ঘুম থেকে ছেলের উঠতে দেরি হওয়ায় মা রুমে যেয়ে দেখে ফয়সালের মুখ দিয়ে লালা ঝড়ছে।
এর পর পরিবারের লোকজন তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল নিয়ে গেলে তার মৃত্যু হয়। নিহত ফয়সাল ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন এর রামচন্দ্র পুর পুর্ব পাড়ার আসির উদ্দিনের ছেলে। সে ঝিনাইদহ সরকারি কেসি কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্র ছিল।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে নিহতের শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেছেন সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী।