কালীগঞ্জজানা-অজানা

মায়ের দুধ শিশুর একমাত্র শ্রেষ্টতম পুষ্টিকর খাবার-ঝিনাইদহে মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

ঝিনাইদহের চোখ-
“ শিশু খাবে মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার এই কথাটি বলতে হবে সব সময় সবার” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২১ পালিত হয়েছে। উপজেলার নিয়ামতপুর ইউনিয়নে বলরামপুর এবং মল্লিকপুর গ্রামে এই দিবস পালিত হয়। দুটি পৃথক অনুষ্ঠানে শতাধিক নারী উপস্থিত ছিলেন।

গতকাল সকাল ১১টায় মল্লিকপুর গ্রামে উঠান বৈঠকের মাধ্যমে আলোচনা সভায় মাতৃদুগ্ধ নিয়ে আলোচনা করেন ফারহানা ইয়াসমিন ও মরিয়ম বিনতে জিল্লুর।

আলোচনা সভায় বক্তারা বলেন মায়ের দুধ শিশুর জন্য একমাত্র শ্রেষ্টতম পুষ্টিকর খাবার। মায়ের দুধ যে কোন রোগ পরিরোধক টিকার চেয়ে অধিক শক্তিশালী ও কার্যকর। ডায়রিয়া,ইনফ্লুয়েঞ্জার, অটাইটিস মিডিয়া, হারপিস ইনফেকশন,শ্বাসতন্তের ইনফেকশনসহ অনেক রোগের প্রতিশোধক। মায়ের বুকে দুধ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশুর মৃত্যুর ঝুঁকি বহু গুন কমিয়ে আনে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button