ঝিনাইদহ ৩ উপজেলায় করোনা পজিটিভ ও উপসর্গে ৬ জনের মৃত্যু
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ ও উপসর্গে মারা গেছে ৬ জন। এর মধ্যে এর মধ্যে করোনা পজিটিভ ৫ জন ও উপসর্গে মারা গেছে ১ জন।
নতুন করে আক্রান্ত হয়েছে ৩৭ জন। টেস্ট করা হয়েছে ১৩৬ জনকে। মোট আক্রান্তের সংখ্যা ৮,২৮০ জন। মোট মৃত্যু ২৩৩ জন। সদর হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি আছে ৬৪ জন। এর মধ্যে করোনা পজিটিভ ৪২ জন। আক্রান্তের হার ২৭.২০ % ভাগ।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ববধায়ক ডা.হারুন অর রশীদ জানান, আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে ১৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা পজিটিভ এসছে।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও ঝিনাইদহ সদর হাসপাতালে ৩ জন মারা গেছে। এর মধ্যে সদর হাসপাতালে ১ জনের করোনা উপসর্গ এবং বাকি ৫ জন করোনা পজিটিভ ছিল। মোট সুস্থতার সংখ্যা ৫,৪১৬ জন।
নতুন করে আক্রান্তরা হলেন ঝিনাইদহ সদরে ১০ জন, শৈলকুপায় ৪ জন, হরিণাকুন্ডুতে ৩ জন, কালীগঞ্জে ৭ জন, কোটচাঁদপুরে ১১ জন ও মহেশপুর উপজেলায় ১ জন। করোনায় আক্রান্ত রুগির সংখ্য কমছে বলে তিনি জানান।