আ.মীলীগের ও প্রধানমন্ত্রীর নিউজ করা কী অপরাধ?

ঝিনাইদহে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আব্দুর রহমান মিল্টন ও স্থানীয় দেশেরবাণী পত্রিকার প্রতিনিধি জহির হোসেনকে মারধর করেছে নামধারী দুই সন্ত্রাসী জহুরুল ইসলাম হিরো ও শামীমুল ইসলাম শামীম সহ ১৫/২০ জন। ।
শনিবার রাত পৌনে ৯টার দিকে শহরের এইচএসএস সড়কে অবস্থিত সাংবাদিক অফিসে এ ঘটনা ঘটে। এসময় অফিস ভাংচুর করে মোবাইল ও ল্যাপটপ, ক্যামেরা, কম্পিউটার সিপিউ ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুই সাংবাদিকের অবস্থা গুরুতর।
একাত্তুর টেলিভিশনের সাংবাদিক রাজিব হাসান, ডিবিসি টেলিভিশনের সাংবাদিক আব্দুর রহমান মিল্টন, যমুনা টেলিভিশনের সাংবাদিক আহমেদ নাসিম আনসারী ও দেশ টেলিভিশনের সাংবাদকি আল আমিন সজল এ ধরনের ন্যাক্কার জনক ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানান, আমরা সব সময়ই আওয়ামীলীগের ও প্রধানমন্ত্রীর নিউজ করি। তারপরও এমন ঘটনা যারা ঘটিয়েছেন তাদের শাস্তি চাই।