ঝিনাইদহ বারবাজার হাইওয়ে পুলিশের উদ্দোগে বিট পুলিশিং সমাবেশ
আরিফ মোল্ল্যা, কালীগঞ্জ, ঝিনাইদহের চোখ-
পুলিশই জনতা, জনতাই পুলিশ। মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশং সর্বত্র, এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বিকাল ৪টার কালীগঞ্জ বারবাজার হাইওয়ে থানা চত্তরে বারবাজার হাইওয়ে থানা উদ্দোগে মাদক ও চোরাচালান নির্মূল, সড়ক দূর্ঘটনা হ্রাস, সন্ত্রাসী কার্যকলাপ রোধ, মহাসড়কে শৃঙ্খলা রক্ষা, চুরি, ডাকাতি, ছিনতাই, এবং চাঁদাবাজি রোধে জনসচেতনতা মূলক কমিউনিটি বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বারবাজার হাইওয়ে থানাও অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হামিদুল আলম (বিপিএমপিপিএম) পুলিশ সুপার হাইওয়ে পুলিশ মাদারিপুর রিজিয়ন, বিশেষ অতিথি সহকারী পুলিশ সুপার আলী আহম্মেদ হাশমী হাইওয়ে যশোর সার্কেল, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া, ৯ নং বারবাজার ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালীগঞ্জ মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দীন, কমিউনিটি বিট পুলিশিংএর সভাপতি আবু সিদ্দিক।
আরও বক্তব্য দেন সরোয়র হোসেন যশোর বাস মালিক সমিতির লাইন সেক্রেটারি, কালীগঞ্জ ট্রাক ব্যবসায়ী সেলিম রেজা, সহ-সভাপতি আজিজুর রহমান তপন কমিউনিটি বিট পুলিশিং কারআন তেলওয়াত করেন মওলানা আমিনুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহাসড়কে যদি কোনো চাঁদাবাজি হয় তাহলে আপনারা আমাকে জানাবেন। আমি মহাসড়কে কোনো চাঁদাবাজি সহ্য করবোনা।