ঝিনাইদহ কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রের
এসএম রায়হান উদ্দীন, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
নিজের আকিকার গোস্ত মামা বাড়ি পৌছে দিতে গিয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল তমাল হোসেন (১৯) নামে এক কলেজ ছাত্রের।
শুক্রবার বিকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের জয়দিয়া মাঠে ব্রীজের পাশে এ দূর্ঘটনা ঘটে। এসময় সোহরাব হোসেন নামে আরও একজন গুরতর আহত হয়।
নিহত তমাল উপজেলা দয়ারামপুর গ্রামের বকুল হোসেনের ছেলে ও সাফদারপুর এস.ডি ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
নিতের প্রতিবেশিরা জানান, শুক্রবার বিকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মামা বাড়ি একই উপজেলা নারায়নপুর গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে জয়দিয়া ব্রীজ এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটি টানা ট্রাক্টর তাদেরকে সজোরে ধাক্কা দেয়। এতে তমাল ও সোহরাব রাস্তায় ছিটকে পড়ে গুরতর আহত হয়। স্থানীয়রা তাদের কে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তমাল কে মৃতঘোষণা করে। আহত সোহরাবকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কৃষ্ণ কমল পাল বলেন, হাসতপাতালে আসার আগেই তমাল মারা যায়। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় তমালের বাবা-মা।