কালীগঞ্জ

ঝিনাইদহ কালীগঞ্জে ট্রাফিক-পুলিশ যৌথ অভিযানে ৩৭ মটরসাইকেল আটক

ঝিনাইদহের চোখ-
দূর্ঘটনা ঠেকাতে ঝিনাইদহ ট্রাফিক বিভাগ ও কালীগঞ্জ থানা পুলিশের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার কালীগঞ্জ শহরে এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫৩ টি মামলা সহ ৩৭ টি মটরসাইকেল আটক করা হয়।

এ অভিযানে অংশ নেওয়া ঝিনাইদহ ট্রাফিক পুলিশের ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্ষন্ত কালীগঞ্জ শহরে বেপরোয়া ও অবৈধ মটরসাইকেল চলাচল রোধে অভিযান চালানো হয়। এ সময় শহরের নিমতলা বাসষ্টান্ড ও জনতা মোড় সহ কয়েকটি স্থানে অভিযানে কাগজপত্র বিহিন মটরসাইকেল আটক করে ৫৩ টি মামলা ও ৩৭ টি মটরসাইকেল আটক করেন। আটক মটরসাইকেল গুলিকে কালীগঞ্জ থানাতে জমা দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, বেপরোয়া মটরসাইকেল চলাচল রোধে ঝিনাইদহ ট্রাফিক পুলিশের একটি টিম কালীগঞ্জ শহরে অভিযানে নামেন। এ অভিযানে তিনি সহ কালীগঞ্জ থানার পুলিশ সদস্যগনও অংশগ্রহন করেন। অভিযানে আটক ৩৭ টি মটর সাইকেল থানাতে জমা রাখা হয়েছে।

অভিযানকালে আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ট্রাফিক পুলিশের টি আই মশিউর রহমান, সার্জেন্ট শুভ্র, মোজাফ্ফর হোসেন, রাসেল ও কালীগঞ্জ থানার এস আই সুজাত হোসেন সহ পুলিশ সদস্যগন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button