জানা-অজানা

আজ ঝিনাইদহের কৃতি সন্তান গণিতজ্ঞ কালীপদ বসুর জন্মদিন

ঝিনাইদহের চোখ-

কালীপদ বসু, যিনি কেপি বসু নামেও পরিচিত (২৪ নভেম্বর, ১৮৬০-নভেম্বর, ১৯১৪)। প্রখ্যাত গণিতশাস্ত্রবিদ ও বিজ্ঞান শিক্ষক। তিনি কেপি বসু পাবলিশিং কোম্পানির প্রতিষ্ঠাতাও। কেপি বসু ঝিনাইদহ জেলার হরিশংকরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামের স্কুলে পড়াশোনা শেষে তিনি লর্ড রিপন

কলেজে ভর্তি হন এবং এন্ট্রান্স পাস করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিতশাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করে তিনি ১৮৯২ সালে ঢাকা কলেজে গণিতের শিক্ষক হিসেবে যোগদান করেন এবং এ শিক্ষা প্রতিষ্ঠানেই আমৃত্যু কর্মরত থাকেন।

১৯০২ সালে কলকাতায় অনুষ্ঠিত সর্বভারতীয় ম্যাথমেটিকস কনফারেন্সে তার পঠিত ‘হাউ টু টিচ ম্যাথমেটিকস’ প্রবন্ধে তিনি সেই সময়ের প্রচলিত ‘কড়াকিয়া’ ও ‘গণ্ডাকিয়া’ পদ্ধতি বর্জন করে দশমিক পদ্ধতি চালুর সুপারিশ করেন। কর্মরত অবস্থায় প্রবাসে থেকেও কেপি বসু নিজ গ্রামের উন্নয়নে উদ্যোগী হন। ঝিনাইদহ শহরে তার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। তিনি বেশ কিছু গণিতশাস্ত্রের পাঠ্যপুস্তক রচনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button