ঝিনাইদহ সদরে ১৫ ইউপিতে ৩৫ বিদ্রোহীকে আওয়ামীলীগ থেকে বহিষ্কার
ঝিনাইদহের চোখ-
দলীয় প্রার্থীর বিপক্ষে প্রার্থী হওয়ায় ঝিনাইদহ সদর উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে ৩৫জনকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।
গত শুক্রবার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ আঃ রশীদ। ঝিনাইদহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ৪র্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ ১৫টি ইউনিয়নে নভেম্বরের ২১ তারিখ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে। ৬ডিসেম্বর ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। দলীয় সতর্কতা ও নির্দেশ উপক্ষা করে সদর উপজেলার ১৫ ইউনিয়নে ৩৫ জন প্রার্থীতা প্রত্যাহার না করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ আঃ রশীদ বলেন, শেখ হাসিনা যাকে মনোনীত করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তার পক্ষেই ভোট করবে। বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক নেতা আছেন যারা বিদ্রোহী প্রার্থীদের পক্ষে গোপনে কাজ করছেন। তাদের সহায়তা করছেন। নৌকার প্রার্থীরা অভিযোগ দিলে আমরা বিদ্রোহী প্রার্থীদের সহায়তাকারিদের বিপক্ষেও সাংগঠনিক ব্যবস্থা নেব। কাউকে ছাড় দেওয়া হবে না।