ঝিনাইদহ সদর
ঝিনাইদহে অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা!
ঝিনাইদহে দুইজন অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা।
২৬ অক্টোবর স্থানীয় সুত্রে ঝিনাইদহ ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে অাড়ুয়াকান্দি প্রাইমারী স্কুলের রাস্তার পাশে সকাল ১০ টার সময় একজন (বয়স-৪৫) (অজ্ঞাত) এবং মধুপুর এতিমখানার উত্তরের রাস্তার পাশে দুপুর ১.৩০ টার সময় একজন (বয়স-২৮)(অজ্ঞাত) অচেতন অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে দুইজন’ই ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা অবস্থায় অাছে। এখনও অচেতন।