জানা-অজানাঝিনাইদহ সদরটপ লিডদেখা-অদেখা
ঝিনাইদহে ওমিক্রন ঠেকাতে লাখ টাকা জরিমানা
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে ওমিক্রনের ভয়বহতা ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসক মনিরা বেগম জানায়, জেলায় ওমিক্রণ ছড়ানো রোধে মানুষকে সচেতন করার জন্য শহরের পায়রা চত্বর, কেন্দ্রীয় বাস টার্মিনাল, আরাপপুরসহ ৫ টি স্থানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
এসময় মাস্ক না পড়া, স্বাস্থ্য বিধি না মানার অপরাধে ৪৮৭ টি মামলায় ১ লাখ টাকা জরিমানা আদায় করে বিচারক। সেসময় বিতরণ করা হয় মাস্কও। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিস্টরা। অভিযানে স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম উপস্থিত ছিলেন।