ঝিনাইদহে নতুন আট চিকিৎসকের যোগদান
ঝিনাইদহের চোখ-
চিকিৎসা সেবা কার্যক্রম জোরদার করতে ৪২তম বিশেষ (স্বাস্থ্য) বিসিএস এর মাধ্যমে সরকারী কর্ম কমিশন (পিএসসি) সারা দেশে নতুন চিকিৎসকদের নিয়োগ প্রক্রিয়া চুড়ান্ত করে। জেলায় এখন পর্যন্ত ৫০ জন চিকিৎসক যোগদান করেছেন বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার মেহেদী হাসান।
ঝিনাইদহে চিকিৎসা সেবার মান উন্নয়নে স্বাস্থ বিভাগের অধীনে নতুন চিকিৎসকবৃন্দ যোগদান করেছেন। সোমবার সকালে থেকে সদর উপজেলায় নতুন ৮ জন চিকিৎসক যোগদান করেন। এ নিয়ে জেলা সদরসহ ছয় উপজেলায় ৫০ জন চিকিৎসক যোগদান করলেন। এ সময় সদর উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিথিলা ইসলাম, স্বাস্থ কর্মকর্তার দপ্তরের মেডিকেল অফিসার ডাক্তার সুমনা তাসনীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এরপর পর্যায়ক্রমে কোটচাদপুর, শৈলকুপাসহ অন্যান্য উপজেলা স্বাস্থ কর্মকর্তার দপ্তরে নতুন চিকিৎসকরা যোগদান করেন।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা: শুভ্রা রানী দেবনাথ জানান, নতুন যোগদানকৃত চিকিৎসকদের বিভিন্ন সরকারী হাসপাতালে সেবাদানের জন্য নিযুক্ত করা হবে। তাদের যোগদানের ফলে সদর হাসপাতাল, করোনা ইউনিট, বিশেষায়িত শিশু হাসপাতাল ও উপজেলা স্বাস্থ কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এতে করে মানুষ আরো বেশী বেশী ভালো সেবা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।