নিত্যপণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহের চোখ-
গ্যাস, তেলসহ নিত্যপণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে সম্মিলিত সামাজিক আন্দোলন ঝিনাইদহ জেলা শাখা।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় সম্মিলিত সামাজিক আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মনিকা আলম, সাধারণ সম্পাদক আতিয়ার রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বলেন, মানুষের স্বাবাবিক জীবণমান আজ বিপর্যস্ত। বাজার লাগামহীন। নি¤œ ও মধ্যবিত্ত মানুষগুলো আজ হাসফাস করছে। নিত্যপণ্যের মুল্যবৃদ্ধির লাগাম টেনে ধরতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
সভাপতি মনিকা আলম তার বক্তৃতায় মানবিক মুল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহŸান জানান।