ঝিনাইদহ কালীগঞ্জে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান
বেলাল হুসাইন বিজয়, কালীগঞ্জ, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কালীগঞ্জে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলা প্রশাসন উপজেলার বারবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে।
বুধবার ( ৯ মার্চ) দুপুরে অভিযানে নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য, ভোজ্যতেল অতিরিক্ত দামে বিক্রি ও বিভিন্ন দোকানে পণ্যের মুল্য তালিকা না থাকায়, ৬ মুদি দোকানদারকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন, সেকেন্ড অফিসার কামরুজ্জামানসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন বলেন,সয়াবিন তেলের দাম বৃদ্ধির পর থেকে বাজারে অস্থিরতা বিরাজ করছে। এই সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী তেল মজুদ ও বেশি দামে বিক্রি করছে এই সংবাদে বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।