দীর্ঘ ১৮ বছর পর কোটচাঁদপুরে আ. লীগের সম্মেলন হতে যাচ্ছে কাল
ঝিনাইদহের চোখ-
আগামীকাল শনিবার (১৯ মার্চ) ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনে পরবর্তী নেতারা নির্বাচিত হবেন।
‘ওরা আওয়ামী লীগ করে অথচ নৌকায় ভোট দেয় না। ভোটের সময় এলে প্রকাশ্যে-অপ্রকাশ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়।
আবার তারাই এখন নেতা হতে মরিয়া হয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করছে। ’ এভাবেই নিজের মনের কষ্টের কথা তুলে ধরেন সাবেক উপজেলা যুবলীগের একাধিকবার নির্বাচিত সভাপতি বর্তমান আওয়ামী লীগ নেতা মীর কাশেম আলী।
২০০৪ সালে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বারবার নির্বাচিত কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি নাছির উদ্দীন কালু মিয়ার স্ত্রী শরিফুননেছা মিকি সভাপতি নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. শাহাজাহান আলী। এরপর দীর্ঘ ১৮ বছর পর কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, ভোটের সময় যারা বিরোধিতা করে আসছে তারা যেন কমিটিতে ঢুকে না পড়ে। আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু নেতাকর্মী দল ও পদ ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করেছে। ২০০১ সালের সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচনসহ সব নির্বাচনে ওই সব নেতা প্রকাশ্যে-অপ্রকাশ্য দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ফলে কোটচাঁদপুর আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভে অনেকাংশে ব্যর্থ হয়েছে। তাই নেতা নির্বাচনে সম্মেলনের নীতিনির্ধারকদের সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগের স্থানীয় সক্রিয় কর্মীরা।
কোটচাঁদপুর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুননেছা মিকি এবং সাধারণ সম্পাদক মো. শাহাজাহান আলী বলেন, আমরা চাই বঙ্গবন্ধুর আদর্শকে যারা বুকে লালন করে, জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ অনুসারে আওয়ামী লীগের জন্য যারা সব সময় কাজ করেন তারাই কমিটিতে আসুক।
দলীয় সূত্র থেকে জানা গেছে, এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা।