ঝিনাইদহ সদর
ঝিনাইদহে ২ দিন ব্যাপী জয়বাংলা নাট্য উৎসব শুরু
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিন ব্যাপী জয়বাংলা নাট্য উৎসব।
রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক ধর। বাংলাদেশ গ্রাম থিয়েটার ফেডারেশন মাইকেল মধুসুধন দত্ত অঞ্চলের আয়োজনে রোববার পরিবেশিত হয় নাটক ‘তজর্ণী’।
নাট্যজন শামীম আহমেদ’র রচনা ও নির্দেশনায় নাটকে অংশ নেয় বিপ্লবী বাঘা যতিন থিয়েটারের ২২ জন নাট্যকর্মী। ঘন্টাব্যাপী চলা এই নাটকে ফুটিয়ে তোলা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ, পাকিস্থানী গণহত্যা, মুক্তিযুদ্ধ।
নাটকে দেখানো হয় ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের গুলি করে হত্যার।
এছাড়া প্রথম দিনের শেষ ভাগে কলকাতার নর্থ নটি থিয়েটারের পরিবেশনায় পরিবেশিত হয় নাটক ‘বিনোদিনী অখ্যান’। মন্ত্রমুগ্ধের মত দুটি নাটক উপভোগ করেন শত শত দর্শক।