ঝিনাইদহে বৈশাখী ঝড়ে ছেড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
আব্দুল্লাহ আল মামুন, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়নের উত্তরনারায়নপুর মাঠে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন সদর উপজেলার উত্তরনারায়নপুর গ্রামের আমজাদ মন্ডলের ছেলে।
নিহতের বড় ভাই শাহ জামান জানান, গরুর জন্য ঘাস কাটতে সাড়ে ১১টার দিকে মাঠে যায় জাকির। গতকাল রাতে কালবৈশাখী ঝড়ের কারনে মাঠে বিদ্যুৎ চালিত বকুলের সেচ পাম্পের তার ছিড়ে ধান ক্ষেতের আউলে পড়ে ছিল। এসময় সে বুঝতে না পেরে ওই তারের উপর পা দিলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হয়। পরে মাঠে থাকা লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ওই অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে যাবার পথে তার মৃত্যু হয়। তিনি আরো বলেন এলাকায় কালবৈশাখী ঝড়ের কারনে গাছপাড়া ভেঙে ইলেকট্রিক তার ছিড়ে গেছে। এই তারাগুলো মেরামত না করেই বিদ্যুৎ বিভাগ লাইনে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। একারনে ভাইয়ের মৃত্যু হয়েছে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন হাসপাতালে আসার আগেই মারা গেছিলেন বলে নিশ্চিত করেন ডাঃ ফাল্গুনী রাণী শাহা।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ সোহেল রানা বলেন, জাকির হোসেন দুপুরে মাঠে ঘাস কাটতে যায়। এসময়র গতকালের ঝড়ে বিদ্যুতের তার ছিড়ে ধানক্ষেতের উপর পড়ে ছিল। সে খেয়াল না করে ওই তারে পা দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাথে সাথেই মারা যান। এব্যপারে এখনো থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।