ঝিনাইদহ র্যাবের হাতে মাদক কারবারি গ্রেফতার ।। ১০০ লিটার মদ উদ্ধার
ঝিনাইদহের চোখ-
এরই ধারাবাহিকতায় অদ্য ২৮মে ২০২২ তারিখ ১২:৩০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন নুরনগর মুন্না মোড়স্থ এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন নুরনগর মুন্না মোড়স্থ রাকিব মটরস (প্রো: মো: রাকিবুল ইসলাম)এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। শ্রী আকাশ ডেম(১৯), পিতা- শ্রী পলাশ কুমার ডেম, সাং-গোরস্তান পাড়া(৯নং ওয়ার্ড), থানা- সদর, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর নিজ হেফাজত হতে ১০টি জারিকেনে বহনকৃত ১০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, মোবাইল ০২টি, সিমকার্ড ০৪টি এবং নগদ ৪২০/-টাকাসহ উদ্ধার করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।