ধর্ম ও জীবন
বক্তার বক্তৃতা বা শিল্পির সঙ্গীত শুনে হাততালি দেওয়ার বিধান কি?
ঝিনাইদহের চোখঃ
প্রশ্ন: বক্তার বক্তৃতা বা শিল্পির সঙ্গীত শুনে হাততালি দেওয়ার বিধান কি?
উত্তর: হাততালি অযথা একটি কাজ, শরীয়তে এর কোন বৈধতা নেই। বক্তা বা শিল্পিকে উৎসাহিত করার জন্যও এর বৈধতা নেই। এটি ইউরুপীয় কলচার সুতরাং অমুসলিমদের কালচার মুসলমানদের অবশ্যই বর্জনীয়।
সূত্রঃ রদ্দুল মুহতার-৯/৫৬৬, কিফায়াতুল মুফতি-৯/১১৬
উত্তর লিখেছেন: মুফতি তাজুল ইসলাম জালালী