ঝিনাইদহ সদর
সরকারের অব্যবস্তাপনায় বিদ্যুৎ খাতে সংকট- ঝিনাইদহে নিতাই রায়
ঝিনাইদহের চোখ-
সরকারের একনায়কতন্ত্র, লুটপাটের কারনেই দেশে জ্বালানী ও বিদ্যুৎ খাতে এতো সংকট তৈরি হয়েছে। দেশ আজ দেউলিয়ার পথে। এই সরকার ক্ষমতায় আসার পর কোন বিদ্যুৎ উৎপাদন না করে শুধু আমদানী করেছে, দেশে টাকা নষ্ট করে। আর এক মাসের জ্বালানী মজুদ আছে এর পর দেশ কোথায় গিয়ে দাড়াবে তা কল্পনার বাইরে। ঝিনাইদহে লোডশেডিং এবং জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এ্যাড. নিতাই রায় চৌধুরী।
ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি আজ সকাল সাড়ে ১০ টার দিকে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বিএনপির জেলা সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক সহ বিএনপির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।