হরিণাকুন্ড লালন শাহ্ কলেজে বার্ষিক সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুÐু উপজেলার ঐতিহ্যবাহী সরকারী লালন শাহ কলেজে দুই দিন ব্যাপী বার্ষিক সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ দআব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির আসনকে অলঙ্কৃত করেছেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ আতিয়ার রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান অধ্যাপক আতাউর রহমান, দর্শন বিভাগের প্রধান অধ্যাপক মোঃ আব্দুল ওয়াহেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মোঃ নজরুল ইসলাম।
এছাড়াও আরও অনেক উপস্থিত ছিলেন।
বার্ষিক সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার আহŸায়ক হিসাবে দ্বায়ীত্ব পালন করেছেন, বাংলা বিভাগীয় প্রধান মোঃ শরিফুজ্জামান।
কলেজের বিভিন্ন বিভাগে শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণে সুজোগ পেয়ে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে তার জন্যে অনেকগুলো বিষয় নির্ধারণ করা হয়েছিলো। তার মধ্যে উল্লেখযোগ্য রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, লালনগীতি,পল্লীগীতি,দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তৃতা, একক অভিনয়, জ্ঞান জিজ্ঞাসা, বিতর্ক প্রতিযোগিতা ও কবিতা আবৃতি। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ।