কোটচাঁদপুরে শুভজন্মষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী

সুমন মালাকার, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদরে চোখ-
ঝিনাইদহের কোটচাঁদপুরে শুক্রবার সকাল ১১টায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভজন্মষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ জেলার বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খিস্ট্রান ঐক্য পরিষদ ও ছাত্র-যুব ঐক্য পরিষদ কোটচাঁদপুর শাখার আয়োজনে স্থানীয় কালীবাড়ি মন্দির প্রাঙ্গানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কোটচাঁদপুর শাখার সভাপতি নিমাই দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিন্দ্রনাথ রায় রবি’র সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, সাধারণ সম্পাদক শাহাজান আলী, কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দীন, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, এছাড়া ঝিনাইদহ জেলার বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খিস্ট্রান ঐক্য পরিষদ ও ছাত্র-যুব ঐক্য পরিষদ কোটচাঁদপুর শাখার নেতৃত্ববৃন্দসহ কোটচাঁদপুরের সনাতন ধর্মালম্বীর কৃষ্ণ ভক্তবৃন্দ।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভজন্মষ্টমী উপলক্ষে আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালিটি বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
এছাড়া বাংলাদেশ জুয়েলারী সমিতির কোটচাঁদপুর থানা শাখার সভাপতি শংকর ভৈমিক ও সাধারণ সম্পাদক মহাদেব কর্মকার সহ নেতৃত্ববৃন্দের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের শুভজন্মষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।