রুপকের বক্তব্যে ঝিনাইদহের মানুষ উচ্ছসিত, অবিভূত

ঝিনাইদহের চোখঃ
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে চলছে প্রচার প্রচারণা। শেষ মুহুর্তের এই প্রচারণায় কেন্দ্রীয় নেতৃবৃন্দও আসছেন জনগণের কাছে
ভোট প্রার্থনা করতে। জনগণও ঢাকার রাজপথ কাঁপানো নেতৃবৃন্দকে পেয়ে খুবই খুশী। কিন্তু ঝিনাইদহে ঘটেছে এর ব্যতিক্রম। ঝিনাইদহের সন্তানই যখন রাজধানী কাাঁপানো নেতা, তখন তো কথাই নেই। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সকলের প্রিয়, নাসিম আল মমিন রুপক। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপদপ্তর সম্পাদক।
আজ বিকালে ঝিনাইদহ সদর উপজেলার ঘোরশাল ইউনিয়নে স্থানীয় আওয়ামীলীগের এক জনসভায় নাসিম আল মমিন রুপক উপস্থিত হলে জনগণ উচ্ছাসে ফেটে পড়ে।
রুপক বলেন, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বংলাদেশের যে উন্নয়ন করেছেন তা যদি অব্যাহত রাখতে চান তাবে অবশ্যই আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিন। গ্রামে ফিরে যেয়ে সবাইকে বোঝান, যদি ভালো রাস্তা চান, ঘরে-ঘরে চাকরী চান, দেশে বড় বড় মেগা প্রজেক্ট চান, ২য় পদ্মা সেতু চান তবে অবশ্যই নৌকা মার্কায় ভোট দেন।
এসময় আরও বক্তব্য করেন, ইউনিযন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।