ঝিনাইদহে ব্যতিক্রমধর্মী পিঠা উৎসব

আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে মর্নিংবেল চিল্ড্রেন একাডেমী’র আয়োজনে সুবিধা বনচিত শিশু ও শিশুর মায়েদের জন্য পিঠাভোজ অনুষ্ঠিত হয়।
“সকল শিশুদের হোক সমান অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে জেলা শহরের আদর্শপাড়া মর্নিংবেল চিল্ড্রেন একাডেমী প্রাঙ্গনে পিঠাভোজ অনুষ্ঠিত হয়।এসময় এক আলোচনা অনুষ্ঠিত হয়।
মর্নিংবেল চিল্ড্রেন একাডেমীর অফিস সেক্রেটারি রুপালী পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মর্নিংবেল চিল্ড্রেন একাডেমী প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ শাহিনুর আলম লিটন।
বিশেষ অতিথির আলোচনা রাখেন, মর্নিংবেল চিল্ড্রেন একাডেমী’র সিনিয়র শিক্ষক সালেহা আলম,সাংবাদিক সাজ্জাদ আহমেদ,বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রম্যমান লাইব্রেরীর ইনচার্জ আলমগীর হোসেন,চিত্রাংকন শিক্ষক মিজানুর রহমান শাহিন প্রমূখ।আলোচনা শেষে সুবিধা বনচিত শিশু ও শিশুর মায়েদের জন্য পিঠাভোজ অনুষ্ঠিত হয়।
আলোচকগন বলেছেন, সুবিধা বনচিত শিশু ও শিশুর মায়েদের সব ধরনের অধিকারের জন্য সমাজের বিত্তবান ও দানশীল ব্যাক্তিদের এগিয়ে আসার আব্বান জানান।