হলিধানীতে বাল্য বিবাহ ও মাদকসেবন প্রতিরোধে আলোচনা সভা
আল মামুন, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে বাল্য বিবাহ ও মাদকসেবন থেকে তরুণ সমাজকে রক্ষায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের আজিজিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা মাঠে বাল্য বিবাহ ও মাদক বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় হলিধানী ইউনিয়নের ১নং ইউপি সদস্য আবু আলম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট এনামুল হক নিলু।
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতলামারী ক্যাম্পের এস আই মো. রিয়াজুল ইসলাম খান, সবাজসেবক নুরুল আমিন বিশ^াস, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, জাহিদুল হক বাবু প্রমুখ।
এসময় প্রধান অতিথিতির বক্তব্যে চেয়ারম্যান এ্যাড এনামুল হক নিলু, বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহতা উল্লেখ করে ইউনিয়ন থেকে মাদক, বাল্য বিবাহ বন্ধ করে ইউনিয়নকে একটি আধুনিক ও মাদকমুক্ত ইউনিয়ন গড়তে সবার প্রতি আহবান জানান।