ঝিনাইদহে সংবর্ধনা পেলো পৌর ইকোপার্কের স্বপ্নদ্রষ্টারা
ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহের পৌর ইকোপার্ক পেয়েছে পৃথিবীর অন্যতম সম্মানীয় পুরস্কার আন্তর্জাতিক “আগা খান এ্যাওয়ার্ড ।
Urban river place ক্যাটাগরীতে ঝিনাইদহ এ পার্কটি জিতে নেয় এ পুরস্কার । এ পুরস্কার প্রাপ্তিতে ঝিনাইদহ আজ পৃথিবীর বুকে এক পরিচিত নাম ।
এর পেছনের কারিগর বা স্বপ্নদ্রষ্টাদের সংবর্ধনা প্রদান করে হয়েছে । ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ঝিনাইদহের সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, স্থপতি কো ক্রিয়েশন আর্কিটেক্টসের খোন্দকার হাসিবুল কবির, এবং স্থপতি সুহায়লী ফারহানাকে সকল ঝিনাইদহ বাসির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় ।
আজ ১০ ডিসেম্বর ২০২২, ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির আয়োজিত উন্নয়ন সংলাপ, সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম।
অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সে সময় সভায় আলোচনা করেন সরকারি কে সি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম, জেলা সিটিজেন ফোরামের সমন্বয়ক ফজলুর রহমান খুররম, বাংলাদেশ গণশিল্পী সংস্থা ঝিনাইদহ আঞ্চলিক শাখা সভাপতি আব্দুস সালাম সহ অন্যান্যরা।
অনুষ্ঠানটির আয়োজন করে ঝিনাইদহ বেগবতী প্রকাশনী । অনুষ্ঠানটির সঞ্চারনায় ছিলেন, বেগবতী প্রকাশনীর কর্ণধার সুমন শিকদার ।