ঝিনাইদহে বাংলাদেশ ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের নাট্য কর্মশালা ও সনদ প্রদান
ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহে বাংলাদেশ ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের আয়োজনে ও অংকুর নাট্য একাডেমির সহযোগিতায় ওয়াজির আলী স্কুল এন্ড কলেজে একদিনের মতবিনিময়, নাট্য কর্মশালা ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাহিদ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস।
সেসময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মোঃ জসিম উদ্দিন,হাটগোপালপুর রাইচরণ তারিণীচরণ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম,ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক অর্ধেন্দু হালদার,জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি রুবেল পারভেজ।
প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের সাধারণ সম্পাদক হাবিব তাড়াশী। অনুষ্ঠান শেষে অর্ধেন্দু হালদারকে আহবায়ক ও মোঃ সাইফুল ইসলামকে সদস্য সচিব করে পাঁচ সদস্যে বিশিষ্ট জেলা আহবায়ক কমিটি গঠিত হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ ক্যাম্পাস থিয়েটার আন্দোলন সংসদের ব্যবস্থাপনায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।