কালীগঞ্জটপ লিডনির্বাচন ও রাজনীতি

ঝিনাইদহ-৪ এ বিএনপি প্রার্থীর জামিন নামঞ্জুর, জেল হাজতে প্রেরণ

শাহরিয়ার আলম সোহাগ, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহ -৪ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ কে দুইটি মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

বুধবার দুপুরে হাইকোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করলে অতিরিক্ত ৪র্থ মহানগর দায়রা জজ মাকসুদা পারভীন ও সন্ত্রাস দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোঃ মুজিবুর রহমান এ আদেশ প্রদান করেন।

সাইফুল ইসলাম ফিরোজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

আসামীপক্ষের আইনজীবী উজ্জ্বল হোসেন ও বাদল ব্যাপারী জানান, রমনা মডেল থানার দুটি মামলায় মহামান্য হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করে। আদালত জামিন না মঞ্জুর করে সাইফুল ইসলাম ফিরোজ কে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এই মামলায় তিনি এজাহার ভুক্ত আসামী নন। রাজনৈতিক ভাবে হয়রানি করার জন্য পরে তাকে আসামি করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সালে ঢাকার পরীবাগে অজ্ঞাত দুইজন মোটরসাইকেলে চড়ে এক‌টি গাড়িতে অগ্নিসংযোগ করে। এসময় দুইজন আহত হয়। পরে ঢাকা মেডিকেলে আহতরা মারা যান। মামলার এজাহারে নাম না থাকলেও পরে চার্জশীটে সাইফুল ইসলাম ফিরোজ কে আসামি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button