ঝিনাইদহে জাতীয় নির্বাচনী ইশতেহারে জনগণের প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা
ঝিনাইদহের কালীগঞ্জে “২০২১ সালে মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপিত হোক দারিদ্র্যমুক্ত বাংলাদেশে” এই স্লোগান নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমুহের নির্বাচনী ইশতেহারে জনগনের প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে সুনিকেতন পাঠশালা সেমিনার কক্ষে প্রত্যাশা ২০২১ ফোরাম নামে সামাজিক সংগঠন এ মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রত্যাশা ২০২১ ফোরামের কালীগঞ্জ কমিটির সভাপতি নুরুজ্জামান বিশ্বাস। বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন, দৈনিক নবচিত্র পত্রিকার সহসম্পাদক ইসাহাক আলী, হাফিজুর রহমান,এএইচ আলীম, পল্লব কুমার মৈত্র,ইঞ্জি: তৈহিদুর রহমান প্রমুখ।
সভায় প্রত্যাশা ২০২১ ফোরামের পক্ষ থেকে নির্বাচনে ইস্তেহারে কালীগঞ্জ বাসীর পক্ষ থেকে ৩৬টি দাবি জানানো হয়।