ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ ৬ উইকেটে জিতলো
এলিস হক, ঝিনাইদহের চোখঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ইয়ং টাইগার্স প্রতিযোগিতা প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের তিন নম্বর খেলায় ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ দল তাদের প্রথম ম্যাচ জিতে শুভ সূচনা করেছে। তারা ঝিনাইদহ উপজেলার কোটচাঁদপুর পাইলট হাইস্কুল দলকে ৬ উইকেটে হারিয়েছে।
আজ মঙ্গলবার ১৫ জানুয়ারী’১৯ সকাল ৯টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত কোটচাঁদপুর পাইলট হাইস্কুলের অধিনায়ক মাহফুজ রহমান মুদ্রা নিক্ষেপে জয়ী হয়ে ব্যাটিং করতে নামেন।
সীমিত ৫০ ওভারের একদিনের খেলায় কোটচাঁদপুর পাইলট হাইস্কুল ৪৮.৩ ওভার খেলে ১৫৯ রান তুলে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে তাসনিম হাসান ইশান ৭৭ বলে ৫২ (৮৭ মিনিট, ১০টি চার), সোহাগ দাস বলে ৪৮ বলে ২৭ (৭১ মিনিট, ৪টি), রাফসান হোসেন ১৬, মাহফুজ রহমান ৭, মোহাম্মদ শাহজালাল ৫, রবিউল ইসলাম ৪, মেহেদী হাসান ২, আরিফ আউসাফ ১, আসিফ আলম ১, মাসুদ রানা ০ ও সুপ্রিয় সাহা অপরাজিত ০ রান করেন। অতিরিক্ত ৪৩।
ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের বোলার এমএইচ রুদ্র ৩/১৫, আরশাদ বিশ্বাস ২/২০, ইবনে হাসান ২/৩২, সোহেল হাসান ১/৬, মোহাম্মদ তানভীর ১/২৫ ও নাজিম উদ্দিন তামিম ১/২৭।
এর ইনিংসের জবাবে ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ ৪০.২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলে বিজয়ের বন্দরে পৌঁছে যায়।
দলের হয়ে রান করেছেন যারা-নাজিম উদ্দিন তামিম অপরাজিত ৯১ বলে ৮১ রান (১২৬ মিনিট, ৯টি বাউন্ডারী ও ১টি ছক্কা), মুশফিকুর রহমান অপরাজিত ২৮ বলে ১৪ রান (৫৮ মিনিট, ১টি বাউন্ডারী), এমএইচ রুদ্র ১০, মেহেদী হাসান ৯, সোহেল হাসান ৮ ও জাইফ ইকবাল ১ রান করেন। অবশিষ্ট ৬ জন ব্যাটসম্যান ব্যাট করতে হয়নি। অতিরিক্ত রান ৩৬।
কোটচাঁদপুর পাইলট হাইস্কুলের বোলার সোহাগ দাস ২/৩৯, আরিফ আউসাফ ১/৩০, মাসুদ রানা ১/৩৩।
আম্পায়ার : রবিউল ইসলাম/জুয়েল পারভেজ। স্কোরার : গাজী মোহাম্মদ হাসান কবীর শামীম।
১৬.১.১৯, বুধবারের খেলা : মহেশপুর গভর্ণমেন্ট হাইস্কুল বনাম আন্দুলিয়া হাইস্কুল।
ক্যাপশন : মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানে স্টেডিয়ামে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় বিজয়ী দল ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের ক্ষুদে ক্রিকেট খেলোয়াড়বৃন্দ।