অন্যান্য

৭ দিনের কম ইন্টারনেট প্যাকেজ থাকছে না

ঝিনাইদহের চোখ ডেস্কঃ গ্রাহক কমাতে বিটিআরসি’র নির্দেশে মোবাইল ফোন কোম্পানির অফারে আগামী ২৭ জানুয়ারি থেকে ৭ দিনের নিচে আর কোনো ইন্টারনেট প্যাকেজ থাকছে না। এ সংক্রান্ত চিঠি সব মোবাইল ফোন কোম্পানির কাছে বুধবারই পাঠানো হয়েছে।

বুধবার টেলিকম রিপোটার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান জহুরুল হক এ কথা জানান।

বিটিআরসি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় টিআরএনবি সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সমীর কুমার দে বক্তব্য রাখেন। এ সময় বিটিআরসি এর কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগেও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ৭ দিনের নিচের প্যাকেজ বন্ধ ঘোষণা দিয়েও তা থেকে সরে এসেছিল।

এ প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক বলেন, ওই সময় সিদ্ধান্ত নিলেও তখন বেশিরভাগ মোবাইল ফোন কোম্পানির বহু প্যাকেজ থাকায় তাৎক্ষণিকভাবে তা কার্যকর করা যায়নি। এসব প্যাকেজ সব ফেব্রুয়ারিতে শেষে হয়ে যাবে। এরপরই তা কার্যকর হবে।

প্রসঙ্গত, চলতি প্যাকেজের ডেটা শেষ না হলে তা পরবর্তী ৬টি প্যাকেজ পর্যন্ত ব্যবহার করা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button