পাঠকের কথা
তোমাকে দেখার জন্য—নিজাম জোয়ারদার বাবলু
ঝিনাইদহের চোখঃ
তোমাকে দেখার জন্য—নিজাম জোয়ারদার বাবলু
অনেক দিন পর লিখছি,
তবে তোমার কাছে নয়
তোমার প্রতিবেশী
তরুণীটির কাছে
আর সংকল্প করছি
প্রায়ই লিখবো
যখনই তোমার কথা
মনে পড়বে
যখনই আকাশের
সাদা শুভ্র মেঘ গুলো
কালো বিবর্ণ হবে
যখনই একসঙ্গে
কাটানো মুহূর্ত গুলো
অশ্রু হয়ে বৃষ্টি ঝরাবে
তখনই তোমার প্রতিবেশী
তরুণীটির কাছে লিখবো
আর মাঝে মধ্যেই
উদাসী হয়ে গল্প করবো
তোমার জন্যে
মনের গহীনে
জমিয়ে রাখা প্রেম
বহু যত্নে লুকিয়ে
ছল করবো তার সাথে
আর সখ্যতা যখন
বেড়ে যাবে
তখন ঈদের ছুটিতে
দাওয়াত নেব তার বাড়িতে
মেয়েটির বাড়িতে
যাওয়ার পথে
অশ্রু ভরা চোখে,
ধীর পায়ে মাড়িয়ে যাবো
তোমার আঙ্গিনা…..
ভুলে গেছ তুমি
ভুলতে পারিনি আমি
এক নজর তোমায়
দুর থেকে দেখতে
এই ছল টুকু করার জন্য
ক্ষমা চেয়ে নেবো
মেয়েটির কাছ থেকে ।।