ঝিনাইদহে হয়ে গেল ঐতিহ্যবাহী গরুর দৌড় প্রতিযোগীতা
আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহের চোখঃ
আধুনিক প্রযুক্তির যুগে দিন দিন হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্য গরুর গাড়ি। একই সঙ্গে হারিয়ে যাচ্ছে গরুর গাড়ির ঐতিহ্যবাহী দৌড় প্রতিযোগিতাও।
ঐতিহ্যকে ধরে রাখতে ও নতুন প্রজন্মকে জানাতে আজ বৃহৎপতিবার ঝিনাইদহ সদরের ৬ নং গান্না ইউনিয়নে প্রতি বছরের ন্যায় এবারও দিনব্যাপি ঐতিয্যবাহি গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।
অনেকদিন পর গ্রামীণ জীবনে একটু বিনোদনের আশায় সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নারী, পুরষ, মহিলা ও শিশু মাঠে উপস্থিত থেকে গরু গাড়ির দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন।
এসময় সেখানে উৎসবের আমেজ সৃষ্টি হয়। এই প্রতিযোগিতাকে ঘিরে রীতিমতো মেলা বসে বেতাই গ্রামের মাঠে। সেখানে ছিল নাগরদোলাসহ বেশ কিছু আয়োজন। দোকানীরাও রকমারি পণ্য সাজিয়ে বসেন। এক দিনের জমজমাট এক মেলা বসে।
ঝিনাইদহসহ আশাপাশের জেলা থেকে আশা ১৫টি গরুর গাড়ি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
হাসান নামের এক কলেজ ছাত্র বলেন, বন্ধুদের কাছ থেকে জানতে পেরে আমি মাগুরা থেকে এ গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা খেলা দেখতে এসেসি। এর আগে কখনও এ ধরনের খেলা আমি দেখিনি। খেলা দেখে আমি আনন্দ পেয়েছি।
বেতাই গ্রামের মাসুদ রানা বলেন, খেলা মানেই শুধু ক্রিকেট কিংবা ফুটবল নয়। গ্রাম বাংলায় কৃষি বাহন গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতাও হতে পারে একটি বিরাট খেলা। আর সেখানে সেই খেলা দেখতে উপস্থিত হবে হাজার হাজার দর্শক এমন বাস্তবতায় ধন্য গান্না ইউনিয়নের বেতাই গ্রামের মানুষ। তিনি আরো বলেন, গত ৫ বছরের ন্যায় এবারো আয়োজন করা হয়েছে এই গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজক গান্না ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাছির মালিথার সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এবং সমাজকে অন্যায়, অপরাধ থেকে দূরে রাখতে এ প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা উচিত।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ শহিদুল ইসলাম হিরন, সাধারন সম্পাদক সদর থানা আওয়ামীলীগ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, খন্দকার ফারুকুজ্জামান ফরিদ, সাবেক চেয়ারম্যান ও বর্তমান সভাপতি ১০ নং হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগ, খালেদা খানম, সাধারন সম্পাদক, ঝিনাইদহ জেলা মহিলা আওয়ামীলীগ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ তোফাজ্জেল বিশ্বাস সাধারন সম্পাদক ৬ নং গান্না ইউনিয়ন আওয়ামীলীগ।