অন্যান্য

শীতে রুক্ষ ত্বকের প্রতিকারে ঘরোয়া পদ্ধতি

ঝিনাইদহের চোখ ডেস্ক: শীত মানেই শুষ্ক ত্বক। ত্বকের শুষ্কতা দূর করতে প্রয়োজন হয় গ্লিসারিন, বডি ওয়েল, ফেস ক্রিম, লোশনের মতো নানা কিছুর। যাতে আপনার ত্বক থাকে মসৃণ ও উজ্জ্বল। কিন্তু পকেটের দিকটাও দেখতে হবে। ঘরোয়া উপায়ে কম খরচে ড্রাই স্কিন স্বাভাবিক রাখার সহজ পদ্ধতি।

এজন্য আপনার লাগবে-
গ্লিসারিন- ৫ ফোঁটা
গোলাপ জল- ২০ মিলিলিটার
একটা গোটা লেবুর রস

এই তিনটি জিনিস এক সঙ্গে মিশিয়ে একটি কাচের বোতলে রেখে দিন। ফ্রিজে রাখলে ভালো হয়। বেশি ভালো ফল চাইলে, এই মিশ্রণের সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিতে পারেন।

প্রতিদিন অল্প অল্প করে এই মিশ্রণ মুখে মেখে নিন। শুষ্ক ভাব কেটে গিয়ে আপনি হয়ে উঠবেন ঝলমলে।

যারা মেক-আপ ব্যবহার করেন, মেক-আপ তুলে ফেলার পরে এই মিশ্রণ মুখে স্প্রে করে নিন। অথবা তুলায় এই মিশ্রণ নিয়ে মুখ মুছে নিন। উপকার পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button